নির্বাচিত প্রবন্ধ
আহমদ ছফা

7:59 AM 0 Comments


লেখক অনেকেই হন, মনীষী লেখক আমরা তাঁদেরকেই বলি যাঁদের রচনায় একই সঙ্গে যুগ ও যুগান্তরের স্বপ্ন ও সাধনা মূর্ত হয়ে ওঠে। আহমদ সফা ছিলেন আমাদের দেশের সেরকম এক বিরল দৃষ্ট মনস্বিতাসম্পন্ন লেখক। লিপিকুশলতার সঙ্গে মনীষার এমন মণিকাঞ্চন যোগ সচারচর ঘটে না। সব লেখকের বেলায় তো নয়ই। আগমেদ সফা প্রজ্ঞা, মননশীলতা, অন্তদৃষ্টি, ইতিহাসবোধ, ঐতিহ্য সচেতনতা, মানবপ্রিতী, সামাজিক দায়বদ্ধতা তাঁকে সাহিত্যিক পরিচয়ের উর্ধ্বে আমাদের কালের এক চিন্তানায়কের মর্যাদায় অধিষ্ঠিত করেছে।সাহিত্যের অন্যান্য শাখাতেও আহমদ ছফা তাঁর অতুলনীয় দক্ষতার পরিচয় দিলেও, তাঁর মনীষীর শ্রেষ্ঠ ফসল বোধ করি তাঁর প্রবন্ধগুলো। সেই প্রবন্ধ সম্ভার থেকে ৪৪টি প্রবন্ধ নিয়ে আহমদ সফার “নির্বাচিত প্রবন্ধ”








বইটি ডাউনলোড করার জন্য নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন

Sisir Suvro

শুধুমাত্র পাঠকদের জন্যই আমার এ ক্ষুদ্র প্রয়াস। পাঠক তার পছন্দের বই পড়বে তাতেই আমার পরিশ্রমের স্বার্থকতা।পাঠক বই পড়বে, বই নিয়ে আলোচনা-সমালোচনা করবে, তর্ক বিতর্ক হবে, এতেই তো বই পড়ার স্বার্থকতা। বই পড়ার আনন্দ নিজের মধ্যে না রেখে তা ছড়িয়ে দিন সবার মাঝে।

0 comments: